সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:০৬ এএম

বগুড়ায় ৩টি আবাসিক হোটেল সিলগালা

বগুড়ায় ৩টি আবাসিক হোটেল সিলগালা।
বগুড়ায় ৩টি আবাসিক হোটেল সিলগালা। ছবিঃ এনসিএন

বগুড়া শহরের সাতমাথা হোটেল পট্টি এলাকায় অবস্থিত আমির গেস্ট হাউজ ও টু ইন ব্রাদার এবং শহরের তিন মাথা এলাকায় হোটেল অবকাশ আবাসিক হোটেল সিলগালা করে ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সোয়া ১০ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহানুর জামান।

এদিন ৩টি হোটেলের মধ্যে ২টিতে হোটেলে অসামাজিক কার্যকলাপের সত্যতা পেয়ে সিলগালা এবং আমির গেষ্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডে জড়িত ৩ জনকে নারী ও ২জন পুরুষ কে আটক করে তাদের জন প্রতি ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয় এবং আমির গেষ্ট হাউজকেও সিলগালা করে ভ্রাম্যমান আদালত।

এর আগে গত রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে শহরতলীর ছোট কুমিড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার অভিযান পরিচালনা করে রয়েল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে ৩ নারী ও ৬ পুরুষ আটক করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহানুর জামান জানান, আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে তথ্যের ভিত্তিতে ৩টি হোটেলে অভিযান চালিয়ে সিলগালা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print