বগুড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান ও অভিজাত বিপনি খোলা রাখায় ছয়টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। একই সাথে লোটো ও আরএফএলসহ নয়টি প্রতিষ্ঠানকে আর্থিক দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জুলাই) বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও আর্থিক দন্ড দেয়া হয়।
এদিন জেলা প্রশাসনের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ মাজিস্ট্রেট জান্নাতুল নাইম এবং পলাশ চন্দ্র সরকার। এসময় তাদের সহযোগিতা করে জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের চৌকশ দল এবং নেসকো-১ এর সদস্যরা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮ পর দোকান ও শোরুম খুলে রাখা হয়। আর এ কারণেই সাতমাথায় লোটো, আরএফএলের ২টি আউটলেট, ২ ফার্নিচারের এবং ১টি টাইলসের দোকানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।
এদিন বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ৯টি দোকানে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে।
বিষয়টি সম্পর্কে এক্সিকিউটিভ মাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় জেলা প্রশাসন আজ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এসময় ৬টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং ৯টি দোকানে অর্থদণ্ড দেয়া হয়েছে।
এনসিএন/এআইএ
