বগুড়ার ৮ কেজি গাঁজাসহ মোস্তাফিজুর রহমান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার দক্ষিণ চকযাদু গ্রামের মোজাফফর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে রাসেল।
শনিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, গ্রেপ্তার রাসেল মাদকের বড় চালান নিয়ে বগুড়ায় এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
