ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীসহ সকল সদস্যের মনোনয়ন দাখিল

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীসহ সকল সদস্যের মনোনয়ন দাখিল।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীসহ সকল সদস্যের মনোনয়ন দাখিল। ছবিঃ এনসিএন

আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে শেষ হলো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মনোনয়ন দাখিল। দাখিল করেন। এদিন বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল।

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন দুই প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ।

বৃহস্পতিবার দুপুরে তারা তাদের মনোনয়ন
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেন বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জিয়াউল হকের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা এ এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিন জেলা নির্বাচন অফিস কার্যালয়ে জেলার সকল উপজেলার সদস্য পদে ও সংরক্ষিত মহিলা আসন পদে প্রতিদ্বন্দ্বিতার প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।

অপরদিকে, বেলা সাড়ে ১২টার দিকে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ। তিনি জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের নিকট তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা পরিষদের ১২ জন চেয়ারম্যান, ২৪ ভাইস চেয়ারম্যান, বগুড়ার ১২ পৌরসভার ১২ মেয়র, ১৬০ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ১০৯ ইউপি চেয়ারম্যান এবং ১ হাজার ৩০৮ জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যের ভোট গ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হবে।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে ভোটারসংখ্যা ১ হাজার ৬২৫। এর মধ্যে দুজন মারা গেছেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print