আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে শেষ হলো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মনোনয়ন দাখিল। এদিন বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল।
মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান পদে ২ জন। সদস্য পদে ১নং ওয়ার্ডে (শিবগঞ্জ) ৩ জন, ২নং ওয়ার্ডে (সদর) ৫ জন, ৩নং ওয়ার্ডে (কাহালু) ২ জন, ৪নং ওয়ার্ডে (দুপচাঁচিয়া) ১ জন, ৫নং ওয়ার্ড (আদমদিঘী) ১ জন, ৬নং ওয়ার্ডে (নন্দীগ্রাম) ৪ জন, ৭নং ওয়ার্ডে (শাজাহানপুর) ৪ জন, ৮নং ওয়ার্ডে (শেরপুর) ৩ জন, ৯নং ওয়ার্ডে (ধনুট) ৫ জন, ১০নং ওয়ার্ডে (গাবতলী) ৩ জন, ১১নং ওয়ার্ডে (সারিয়াকান্দি) ৬ জন এবং ১২নং ওয়ার্ডে (সোনাতলা) ৭ জন সদস্য পদ নিয়ে মোট ৪৪ জন প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সংরক্ষিত আসনে ওয়ার্ডে ১নং ওয়ার্ডে (শিবগঞ্জ,সদর,কাহালু) ৩ জন, ২নং ওয়ার্ডে (দুপচাঁচিয়া, আদমদিঘী,নন্দীগ্রাম) ৩ জন, ৩নং ওয়ার্ডে (শাজাহানপুর,শেরপুর,ধনুট) ৫ জন এবং ৪নং ওয়ার্ডে (গাবতলী, সারিয়াকান্দি,সোনাতলা) ৬ জন মিলে মোট সংরক্ষিত ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনিয়ে জেলা পরিষদ নির্বাচনে মোট ৬৩ জন মনোনয়ন দাখিল করলেন।
এনসিএন/বিআর
