ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ মনোনয়ন দাখিল করলেন ৬৩ জন

আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে শেষ হলো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মনোনয়ন দাখিল। এদিন বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল।

মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান পদে ২ জন। সদস্য পদে ১নং ওয়ার্ডে (শিবগঞ্জ) ৩ জন, ২নং ওয়ার্ডে (সদর) ৫ জন, ৩নং ওয়ার্ডে (কাহালু) ২ জন, ৪নং ওয়ার্ডে (দুপচাঁচিয়া) ১ জন, ৫নং ওয়ার্ড (আদমদিঘী) ১ জন, ৬নং ওয়ার্ডে (নন্দীগ্রাম) ৪ জন, ৭নং ওয়ার্ডে (শাজাহানপুর) ৪ জন, ৮নং ওয়ার্ডে (শেরপুর) ৩ জন, ৯নং ওয়ার্ডে (ধনুট) ৫ জন, ১০নং ওয়ার্ডে (গাবতলী) ৩ জন, ১১নং ওয়ার্ডে (সারিয়াকান্দি) ৬ জন এবং ১২নং ওয়ার্ডে (সোনাতলা) ৭ জন সদস্য পদ নিয়ে মোট ৪৪ জন প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সংরক্ষিত আসনে ওয়ার্ডে ১নং ওয়ার্ডে (শিবগঞ্জ,সদর,কাহালু) ৩ জন, ২নং ওয়ার্ডে (দুপচাঁচিয়া, আদমদিঘী,নন্দীগ্রাম) ৩ জন, ৩নং ওয়ার্ডে (শাজাহানপুর,শেরপুর,ধনুট) ৫ জন এবং ৪নং ওয়ার্ডে (গাবতলী, সারিয়াকান্দি,সোনাতলা) ৬ জন মিলে মোট সংরক্ষিত ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনিয়ে জেলা পরিষদ নির্বাচনে মোট ৬৩ জন মনোনয়ন দাখিল করলেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print