জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের সাতমাথা এলাকায় মুজিব মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।।
জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া জেলা ইউনিটের সাবেক জেলা কমান্ডার মো. রুহুল আমিন (বাবলু)।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফছানা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাছিম রেজাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনসিএন/বিআর