অক্টোবর ১, ২০২৫ ৭:৪২ পিএম

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ২য় রাউন্ডে পুন্ড্র ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ২য় রাউন্ডে পুন্ড্র ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ২য় রাউন্ডে পুন্ড্র ইউনিভার্সিটি। ছবি: এনসিএন

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে হারিয়ে ৯৩ রানের জয় তুলে নিয়েছে বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি। একই সাথে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে দলটি।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে এশিয়া প্যাসিফিককে ১৫৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় পুন্ড্র ইউনিভার্সিটি। এর জবাবে ব্যাট করতে নেমে ৬৩ রানেই গুটিয়ে যায় এশিয়া প্যাসিফিক।

১০ ওভারে অনুষ্ঠিত ওই ম্যাচে মিফতাউলের ২৯ বলের ৫৪ রানের অপরাজিত ইনিংস ও আহাদের ১৯ বলে ৫৩ রান পুন্ড্র ইউনিভার্সিটিকে বড় সংগ্রহ এনে দেয়। তার সঙ্গে পরে যোগ হয় রাজার ৯ বলে ২৫ রানে ঝড়ো ইনিংস। এতে দলটি বড় লক্ষ্য ছুড়ে দেয় এশিয়া প্যাসিফিককে। তবে দুর্বল ও ধীরগতির ব্যাটিংয়ের কারণে ৮ উইকেট ৬৩ রানে থামে দলটি।

এদিকে ব্যাটিং ঝলক দেখিয়ে বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছে পুন্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নামলে এশিয়া প্যাসিফিককে চাপে ফেলেন দলটির বোলার আবির, আহাদ ও রাজারা। এদিন আবির ও আহাদ ২টি ও রাজা ১টি করে উইকেট তুলে নেয়। এর মধ্যে দিয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি।

নিজেদের জয় নিয়ে পুন্ড্র ইউনিভার্সিটির অধিনায়ক রিয়াসত কবির বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটাররা খুব ভালো শুরু করেছিলো। এজন্য ওদের (এশিয়া প্যাসিফিক) বড় একটি লক্ষ্য ছুড়ে দিয়েছিলাম। একই সাথে বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। তারাও দারূন ভাবে ওদের চাপে ফেলে উইকেট তুলে নিয়েছে।’

তিনি বলেন, ‘এমন জয়ে দারুণ লাগছে। দ্বিতীয় রাউন্ড ঘিরে আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। আশা করছি, ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারলে আমরা টুর্নামেন্টের সেরা দল হতে পারব।’

এনসিএন/এআইএ

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print