ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব গোল্ডকাপের উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব গোল্ডকাপের উদ্বোধন
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব গোল্ডকাপের উদ্বোধন। ছবি: সংগৃহীত

বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহন করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা জানিয়েছেন, ‘এই টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোল্ডকাপে ১২টি দল ও বঙ্গমাতা গোল্ডকাপে ১২টি দল অংশগ্রহন করেছে। এখানে যে দলগুলো খেলবে তারা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল। আগামী ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খানসহ আরো অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print