ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

বনি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থী আল জামিউ বনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শহরের সাতমাথায় মানবন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের সাতমাথায় নিহত বনির সহপাঠী ও চারটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ মানবন্ধন হয়েছে।

এসময় বনি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন মানবন্ধনকারীরা। অন্যথায় সকল স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নিয়ে সাতমাথা অবরোধ ঘোষণা দেওয়া হয়।

এদিন মানবন্ধনে বিডি ক্লিন বগুড়া, বগুড়া সাইক্লিং ক্লাব, অনলাইন রক্তদান ও বগুড়া রানার নামের চারটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। মানববন্ধনে বক্তরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বনিকে খুন করা হয়। এ ঘটনার ৭ দিন পার হলেও এখনও মূল অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচার দাবি করেন তারা।

বিষয়টি সম্পর্কে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের রাজশাহী বিভাগের সমন্বয়ক মাহবুব আলম বলেন, মেধাবী শিক্ষার্থী ও সেচ্ছাসেবক বনি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছি। এসময় চারটি ভিন্ন ভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী ও বনির সহপাঠীরা ছিলেন। আমরা সুষ্ঠুভাবে মানবন্ধন করেছি।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে বনি হত্যাকাণ্ডের ৭ দিন পার হলেও মূল আসামীদের গ্রেফতার করা হয়নি। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে সাতমাথায় অবরোধ কথাও জানিয়েছেন তিনি।

এর আগে, গেল ৩ জুন শুক্রবার বিকেলে প্রকাশ্য দিবালোকে পলিটেকনিক ছাত্র আল জামিউল বনিকে কলোনি বটতলায় হত্যা করা হয়। ওই ঘটনায় তার বাবা আনিছুর রহমান বাদী হয়ে শুক্রবার (৪ জুন) দিবাগত রাতে মামলা দায়ের করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print