বগুড়ায় শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শুক্রবার সকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যেগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ আবির্ভাব উপলক্ষে সকাল থেকে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত ভক্তরা বগুড়া জিলা স্কুল মাঠে সমবেত হয়।পরে সেখান বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেষে এক আলোচনা সভা বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি অংকুরজিত সাহা নব। এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রাশাসক, উজ্জ্বল কুমার ঘোষ, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ।ঐক্য পরিষদের সভাপতি ডা: এনসি বাড়ই, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি সাগর কুমার রায়, প্রমুখ।