ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করলো রাশিয়ান হাউজ

মুক্তিযুদ্ধ একাডেমি ফাউন্ডেশন এবং রুশ-বাংলা কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। 

স্বাধীনতা দিবসের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে মাইন অপসারণে নিবেদিত প্রচেষ্টার জন্য সোভিয়েত নৌবাহিনীকে আন্তরিক অভিবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পি দভোইচেনকভ বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধোত্তর বাংলাদেশের সার্বিক উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও রুশ-বাংলা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আবদুল ওহাব এবং মুক্তিযুদ্ধ একাডেমী ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশের উন্নয়নে সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হতো না। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, রাশিয়ান হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print