ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সাড়ে ৭ লাখ টাকার চেক হস্তান্তর

বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন জেলা প্রসাশক জিয়াউল হক। ছবিঃ এনসিএন
বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন জেলা প্রসাশক জিয়াউল হক। ছবিঃ এনসিএন

বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর প্রদত্ত চেক ৬ জন অসচ্ছল, অসুস্থ ও করোনায় মৃত সাংবাদিক ও পরিবারের মধ্যে চেক হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৬ জন সাংবাদিকদের মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের নির্বাহী সদস্য রহমান বীর মুক্তিযোদ্ধা এ, এইচ, এম আখতারুজ্জামান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সাংবদিকদের বিশেষ ভাবে গুরুত্বে সাথে বিবেচনা করে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদিক সহ সামাজিক নিরাপত্তার জন্য সকল শ্রেণীর মানুষকে আর্থিক সহায়তা প্রদান করছেন। যা অন্য কোন সরকার করেনি।

যারা আর্থিক সহায়তা পেলেন তারা হলেন, সাপ্তাহিক হাতিয়ারের সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান তারা, দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক বীর মুত্তিযোদ্ধা মরহুম সারওয়ার খান, দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরী, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি কমলেশ মোহন্ত, বগুড়া থেকে প্রকাশিত বাংলা বুলেটিনের ফটো সাংবাদিক সঙ্গীত রায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print