ডিসেম্বর ১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

তিনি বলেন, ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।

তিনি আরও বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আসিফ নজরুল বলেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print