বিশ্বকাপ জয়ের পর বিবিসি স্পোর্টস পার্সোনালিটির ‘ওয়ার্ড স্পোর্ট অব দ্য ইয়ার-২০২২’ নির্বাচিত হলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। সোমবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
৩৫ বছর বয়সী এই ফুটবল তারকার হাত ধরেই দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টাইনদের ঘরে উঠেছে বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে ৭ গোল করেছেন মেসি। বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচ খেলে পূর্বের রেকর্ড ভেঙেছেন; টুর্নামেন্টের গোল্ডেন বলও মেসিই পেয়েছেন; অর্জন করেছেন ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ খেতাব। সবমিলিয়ে বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৩, যা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।
নিজের স্পোর্টস ক্যারিয়ারে মোট ১,০০৩টি ম্যাচ খেলেছেন এই ফুটবল তারকা। বিশ্বকাপের ১৩টি সহ তার মোট গোলের সংখ্যা ৭৯৩। সেইসঙ্গে, বিশ্বকাপে ৮টি গোল অ্যাসিস্ট করেছেন তিনি, যা ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।
এছাড়া, মেসির ট্রফি ক্যাবিনেটে রয়েছে- ১টি কোপা আমেরিকা, ১টি অলিম্পিক স্বর্ণ, ৭টি ব্যালন ডি’অর, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা (স্পেনের ঘরোয়া লিগ), ১টি লিগ ওয়ান (ফ্রান্সের ঘরোয়া লিগ) এবং সর্বশেষ যুক্ত হল বিশ্বকাপ।
সূত্র: টিবিএস