সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:২৫ পিএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জর্ডান থেকে দেশে এনে ধর্ষণ, বগুড়ায় প্রেমিক গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জর্ডান থেকে ফিরিয়ে এনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের ফজলুল হক (২৬) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফজলুল হক ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের বাসিন্দা এবং আইয়ুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।

জর্ডানে পরিচয়, মোবাইলে প্রেম

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের ৩৩ বছর বয়সী এক নারী ২০২২ সালে জীবিকার তাগিদে জর্ডান যান। প্রবাসে থাকা অবস্থায় তার সঙ্গে ফজলুল হকের মোবাইল ফোনে পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ফজলুল হক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা নেন। এরপর প্রেমিকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫ সালের ১ আগস্ট ওই নারী জর্ডান থেকে দেশে ফেরেন।

বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক

দেশে ফেরার পর ফজলুল হক বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রেমিকাকে নিয়ে যান নিজ গ্রামের চাচাতো বোনের বাড়িতে। সেখানেও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

তবে সেই রাতে বিয়ের বিষয়ে চাপ দিলে ফজলুল হক নানা টালবাহানা করতে থাকেন এবং একপর্যায়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

ধর্ষণ মামলা ও গ্রেপ্তার

ঘটনার পরদিন সোমবার দুপুরে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ ফজলুল হককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, “বিদেশফেরত এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত ফজলুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print