সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পাঁচ আরব দেশসহ মোট ৩২ দলের অংশ গ্রহণে শুরু হচ্ছে বিশ্বকাপ।
এরই মধ্যে নতুন ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বের প্রশংসায় ভাসছে স্বাগতিক দেশটি। সম্প্রতি সোস্যাল হ্যান্ডেলের এক বার্তায় জানানো হয়, বিশ্বকাপের পুরো সময় জুড়ে কাতারে ইসলামিক লেকচার দেবেন বিখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েক।
কাতারের রাষ্ট্রীয় স্পোর্টস টিভির উপস্থাপক ফয়সাল আল-হাজরির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়া।
এক টুইটার পোস্টে ফয়সাল আল-হাজরি বিশ্বকাপের সময় জুড়ে জাকির নায়েকের লেকচারের কথা জানান। সামাজিক মাধ্যমের বরাতে আল আরাবিয়া আরও জানায়, জাকির নায়েকের লেকচার প্রতিদিন চলবে।
জাকির নায়েক ইতোমধ্যে কাতারে পৌঁছে গেছেন বলে খবরে জানা গেছে। বিশ্বকাপ দেখতে আসা লাখো মানুষের মাঝে তার ভক্ত-অনুরাগীদের বড় একটি অংশ উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা রয়েছে। এ সময় তারা চাইলে ড. জাকির নায়েকের লেকচারও শুনতে পাবেন।