ডিসেম্বর ১, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় সংস্কারে ১২৫ দফা প্রস্তাবনা রাবি ছাত্রশিবিরের 

Oplus_16908288
Oplus_16908288

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে ১২৫ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এসব প্রস্তাব বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দিনের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা। পরে একটি লিখিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর মতো মোট ২০টি খাতে এই ১২৫ সংস্কার প্রস্তাবনা দিয়েছে শিবির।

উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অগ্রাধিকার, আবাসন সমস্যার স্থায়ী সমাধান, হলে নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ, চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন ও ওয়ার্ড চালু, রাকসু নির্বাচন ও ছাত্র সংসদ কার্যক্রম চালু, যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং অন্য ক্যাম্পাসে চাকরির সুযোগ সৃষ্টি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, প্রচার সম্পাদক নওশাজ্জামান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print