মে ২১, ২০২৪ ৬:১০ এএম

বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টির কারণে এখনো শুরু হয়নি ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। তাই অলসভাবেই ড্রেসিংরুমে প্রথম সেশন পার করে ফেলেছেন দুই দলের ক্রিকেটাররা। বুধবার রাত থেকেই শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। যার প্রভাব পড়েছে মিরপুরে চলমান টেস্টে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আবাহাওয়ার পূর্বভাসে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা। আর সেটি হলে, আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিতে পারেন আম্পায়াররা।

এর আগে প্রথম দিনে ছিল স্পিনারদের রাজত্ব। প্রথম দিনে পড়েছে দুই দলের মোট ১৫ উইকেট। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে দিন শেষ করে বাংলাদেশ। সেকারণে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে। কেন উইলিয়ামসনসহ ব্লাকক্যাপদের ৩ উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাইজুলের শিকার ২ উইকেট। গত ম্যাচেও ১০ উইকেট নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই অভিজ্ঞ স্পিনার।

উল্লেখ্য, বাংলাদেশ মোট ছয়বার টেস্ট সিরিজ জিতেছে। জিম্বাবুয়ে (২০০৫ ও ২০২১ সালে) এবং ওয়েস্ট ইন্ডিজের (২০০৯ ও ২০১৮) বিপক্ষে দুবার করে। একবার করে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে, চলতি বছরে। এই টেস্ট জিতলে বা ড্র হলে টেস্ট সিরিজ জয়ের সাফল্যে নতুন পালক যোগ করবে টিম টাইগার্স।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print