মে ২০, ২০২৪ ২:৪০ এএম

বেড়েছে গরুর মাংসের দাম ও জিরার দাম

বগুড়ার বাজারে বেড়েছে গরু মাংস ও জিরার দাম। ছবি: এনসিএন
বগুড়ার বাজারে বেড়েছে গরু মাংস ও জিরার দাম। ছবি: এনসিএন

বগুড়ার বাজারে নতুন করে বেড়েছে গরু মাংস ও জিরার দাম। কেজিতে ৫০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি এবং কেজিতে ৮০ টাকা বেড়ে জিরা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি।

শনিবার বগুড়া ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায় গরু মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি, জিরা ৭০০ টাকা কেজি, ব্রয়লার মুরগি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৯০ টাকা, সোনালী মুরগি কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ২১০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকা কেজিতে।

এছাড়া রমজানের খাবারের মধ্যে অন্যতম ছোলা বুটের দাম স্থিতিশীল আছে। ছোলা বুট কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। অন্যান্য ডালের দাম এবং সয়াবিন তেলের দাম স্থিতিশীল আছে।

বাজারে রুই কাতলা মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২শ টাকা কেজি দরে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print