অক্টোবর ১, ২০২৫ ৭:৪২ এএম

ব্রাজিলকে কাঁদিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়

কাতার বিশ্বকাপের পর আরও এক শিরোপার স্বাদ পেলো আর্জেন্টিনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কাঁদিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নীল-সাদা জার্সির দলটি। এ যেন ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পর চারদিকে চলছে আর্জেন্টিনার জয় উৎসবে ধারা।

রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রে।

এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বেত্তনির গোলে ম্যাচে সমতায় ফিরে আলবিসেলেস্তারা।

এরপর ম্যাচের শেষ দিকে ক্যাসকো গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ ২-১ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print