ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত; ধরা খেয়ে বললেন কালো জাদু করা হয়েছিল

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা আশেদ আলীর (৫৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর ভাতিজা নুর হাবিব সুমনকে (৩২) আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশেদ আলী পানিহারা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। আর আটককৃত নূর হাবিব সুমন একই গ্রামের নূর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাচা আশেদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। আজও সকালে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। সকাল সাড়ে ৮টার দিকে চাচা আশেদ আলী গরুকে পানি খাইয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে প্রবেশের সময় আশেদকে পেছন থেকে হাঁসুয়া দিয়ে মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন চাচা আশেদ। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, আমরা একই বাড়িতে সবাই মিলেমিশে থাকতাম। কারো সাথে কোন বাগবিতণ্ডা নেই। কি কারণে এমন ঘটনা ঘটলো তা আমরা বুঝতে পারছি না।

এদিকে নূর হাবিব সুমনের দাবি, তাঁকে কালো জাদু করা হয়েছিল।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print