ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ৬ বাংলাদেশী

Oplus_16777216
Oplus_16777216

ভারতে অনুপ্রবেশের পর সেখান থেকে ফেরার পথে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (২০ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৫নং পিলারসংলগ্ন এলাকায় বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

আটক কৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মুরমুলা গ্রামের মো. দামিহ উদ্দিনের ছেলে মো. আনোয়ার (২২), হরিনমারী এলাকার মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে মো. শফিকুল (২৪), বারাসাত গ্রামের পিন্টর ছেলে মো. নাইম (১৭), একই গ্রামের মো. হামিদুলের ছেলে মো. আলামিন (১৭), সুতকিয়াপাড়া গ্রামের লোসিরের ছেলে মো. রাসে (২১), সহ বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মো. রেহান (১৯)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। তারা প্রায় দুই বছর আগে থেকেই ভারতে বসবাস করতো। সেখানে একটি সুতার মিলে কাজের জন্য হিলি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে ১৯ জুলাই ভারতের অভ্যন্তরে হরিয়ানা জেলায় বসবাস করা অবস্থায় ভারত হতে বাংলাদেশে দালাল চক্রের মাধ্যমে ভোর রাতে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে।

এ সময় ভারতের ১৮৪ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যারা তাদের আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে অবগত করা হয়। বিজিবি বিভিন্নভাবে তাদের পরিচয় নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর করে বিএসএফ।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটেলিয়ান ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ জানান, তারা অবৈধ পথেই ভারতে গিয়েছিল দুই বছর আগে। বৈধ পাসপোর্ট না থাকায় অবৈধভাবে দালাল চক্রের মাধ্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরতের চেষ্টা চালায়। পরে তাদের আটক করে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে ছয় বাংলাদেশিকে হস্তান্তর করার পর রানীশংকৈল থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে তাদের। তারা আইনি প্রদক্ষেপ নেবে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশেরে সময় আটক বাংলাদেশিদের বিরুদ্ধে দ্রুতই আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print