ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ

ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণধিকার পরিষদের বিক্ষোভ

Oplus_16777216
Oplus_16777216

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বগুড়া জেলা গণধিকার পরিষদ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ভিপি নূর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অন্যরা বক্তব্য দেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print