ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান

ভেজাল পশুখাদ্য প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা ২ লাখ, প্রতিষ্ঠান সিলগালা

ভেজাল পশুখাদ্য প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা ২ লাখ, প্রতিষ্ঠান সিলগালা
ভেজাল পশুখাদ্য প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা ২ লাখ, প্রতিষ্ঠান সিলগালা। ছবি: এনসিএন

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে ভেজাল পশুখাদ্য প্রস্তুতের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে ঐ প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুরে এ অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল রিজভী।

এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, খোলা বাজার থেকে বিভিন্ন ব্রান্ডের পশুখাদ্য ক্রয় করে ওই গোডাউনে নিয়ে আসা হতো। পরে সেসবের সাথে ধানের তুষ মাটিসহ অন্যান্য উপকরণ মিশিয়ে আবার একই বস্তায় প্যাকেট করে বাজারে বিক্রয় করা হতো। পাশাপাশি প্রাণিজ ফুড প্রসেস করতে বা প্রস্তুত করতে হলে প্রাণি সম্পদ অধিদপ্তরের কোনো অনুমতি বা লাইসেন্স ছিল না তাদের।

বিষয়টি সম্পর্কে ইফতেখারুল রিজভী বলেন, ভেজাল পশুখাদ্য প্রস্তুতের অভিযোগ ছিল। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটি সিলগালা ও ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এদিন অভিযান পরিচালনায় তাকে সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকশ দল।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print