বগুড়ায় বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা প্রদর্শন করতে না পারা ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে ৩টি মামলায় ২ হাজার ৫০০ টাকা নগদ অর্থদন্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, ‘শুক্রবার বগুড়া সদরের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ফতেহ আলী বাজারে এক ডিম বিক্রেতাকে ২ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় আরেকজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জান্নাতুল নাইম বলেন, রাজা বাজারেও তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। তবে সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকান বন্ধ ছিল। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও এ অভিযান অব্যাহতের কথা জানান এই কর্মকর্তা।
এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাকে সহযোগিতা করে জেলা পুলিশের একটি বিশেষ দল।
এনসিএন/এআইএ
