ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

মহানবীকে কটূক্তি: আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল

মহানবীকে কটূক্তি: আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল
মহানবীকে কটূক্তি: আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল। ছবি: এনসিএন

ভারতে মহানবীকে নিয়ে বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ রোববার (১২জুন) দুপুর ১২টায় আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল থেকেই কলেজ ক্যাম্পাসের কলা ভবনের সামনে শিক্ষার্থীরা একত্র হতে শুরু করেন। পরে মানবন্ধনে বক্তারা নুপুর সাহার বিচার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপনের প্রস্তাব জানিয়ে বক্তারা বলেন, “ভারতে ক্ষমতাসীন দল বিজেপি নেতারা রাসুল (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি করেছে। মুসলিম রাষ্ট্রগুলো এর নিন্দা জানালেও আমাদের সরকার এখনো কোনো প্রতিবাদ বা নিন্দা জানায়নি।”

বক্তরা আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) আমাদের ভালোবাসার স্থান। তাকে নিয়ে কটুক্তি আমরা মুসলিম হিসেবে মেনে নিতে পারি না। ভারত অনেক সময় বিভিন্ন প্রকার মন্তব্য করে হিন্দু ও মুসলিমদের মাঝে যে অসাম্প্রদায়িক বন্ধন আছে তা নিশ্চিহ্ন করতে চায়। এ ঘটনার কঠোর শাস্তির ও দোষীদের ফাঁসি চাই। যার ফলে ভবিষ্যতে আর কেউ এরকম মন্তব্য করতে না পারে।

ভারত সরকারের মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে তারা বলেন, ধর্ম নিরপেক্ষতার দাবিদার ভারত অসংখ্যবার সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ভারত ভূমি মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে। আবহমানকাল থেকে বসবাসকারী প্রায় বিশ কোটি মুসলমান মোদির জুলুম নির্যাতনে আতঙ্কিত জীবন-যাপন করছে।

এদিন মানবন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের আব্দুল্লাহ ইবনে আমিনুল রাজিব হাসান, শুভ রহমান, আতিক শাহরিয়ার, সাকলাইন, আরবি বিভাগের তৃতীয় বর্ষের জাকির হোসেনসহ অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print