ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

মহানবীকে কটূক্তি: নুপুর শর্মার ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন

মহানবীকে কটূক্তি: নুপুর শর্মার ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন
মহানবীকে কটূক্তি: নুপুর শর্মার ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন। ছবি: এনসিএন

বাংলাদেশ ছাত্র, যুব ও জমিয়তে হিযবুল্লাহ বগুড়া জেলা শাখার আয়োজনে হযরত মোহাম্মাদ (সাঃ) ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মাটিডালী বিমান মোড়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি বগুড়া সদরের শাখারিয়া নামাবালা থেকে শুরু হয়ে মাটিডালী বিমান মোড়ের পূর্বপাশে বাইপাস সড়কে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিন মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আঃ খালেক নেছারী। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারতে নুপুর শর্মা ও তার দোসররা আমাদের প্রিয় নবী ও তাঁর স্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ন বক্তব্য দিয়েছে, তা শুধু অবমাননাই নয়, ধৃষ্টার শামিলও বটে। তাদের দেশের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করে। তাদেরকে বা তাদের ধর্ম জাজকদের নিযে তো কেউ কোন বাজে মন্তব্য করে না? তাহলে তারা আমাদের নেতাকে নিয়ে এধরনের মন্তব্য করার সাহস পায় কি করে?’

তিনি আরও বলেন, ভারতের সকল পন্য বাংলাদেশে বর্জন করতে হবে। আর ঐ দুজনকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। নইলে সারা বিশ্বের মুসলমানেরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবে।’

এসময় বক্তব্য রাখেন মাওঃ আনছার আলী, মাওঃ শাহাদত হোসেন, মাওঃ হাবীবুর রহমান, মাওঃ খলীল, মাওঃ রেজাউল করিম, মাওঃ রাশেদুল ইসলাম, মাওঃ শামীম হোসেন, মাওঃ নাইমুর রহমান, মাওঃ মোহাম্মাদ আলী, মাওঃ আশরাফুল ইসলাম, মাওঃ আঃ মহিত, মাওঃ মহিন উদ্দিনসহ অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print