অক্টোবর ১৭, ২০২৫ ১:১১ এএম

মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতের রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার

মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতের রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার
মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতের রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার। ছবি: ইন্টারনেট

মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের জেরে দেশটির রাষ্ট্রদূতদের তলব করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকার।

স্থানীয় সময় মঙ্গলবার দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের।

ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে নিয়ে বিজেপির দুই নেতার তির্যক মন্তব্যের জেরে ভারতীয় মুসলিমদের পাশাপাশি আরব দেশ ও গোটা বিশ্বের মুসলমানেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি কুয়েত ভারতের সকল পন্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে মুসলিম বিশ্বে ক্ষোভ দেখা দিলে নিজের টুইট বার্তাটি মুছে ফেলেন নুপুর শর্মা। একই সাথে নিজের বক্তব্যও প্রত্যাহার করেছেন তিনি।

সম্প্রতি বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন বিতর্কে মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন। মূলত এরই ফলশ্রুতিতে মুসলিম বিশ্বের একাধিক নেতা ও রাষ্ট্র ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে।

সোমবার নিজেদের অবস্থান পরিষ্কার করে দিল্লি বলেছে, ভারত ও বিজেপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তবে যারা ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছে এটা তাদের ব্যক্তিগত মতামত। বিজেপি কিংবা ভারত সরকার এ ধরনের মনোভাব পোষন করে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print