মে ১৯, ২০২৪ ৬:৫১ পিএম

রাণীনগর থানা পুলিশের অভিযানে

মাটির নিচে ছিল মদ তৈরির ড্রামভর্তি উপকরণ; ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) সহ আজিজার রহমান (৬৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ৭ মে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার কাশিমপুর এলাকায় নিজ বাড়ির মাটির নিচ থেকে চোলাই মদ তৈরির ড্রামভর্তি ওয়াস উদ্ধারসহ তাকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজার রহমান কাশিমপুর সরদারপাড়া গ্রামের মৃত আফসার সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, গ্রেপ্তারকৃত আজিজার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আজিজারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গীনায় মাটির নিচ থেকে ড্রাম ভর্তি চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতেই আজিজারের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজিজারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print