ডিসেম্বর ১, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু 

লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা(৩২) এক জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলারপূ র্ব বিছনদই গ্রামের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা পূর্ব বিছনদই গ্রামের ফজলুল হকের ছেলে।

আবু তালহা গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবর নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ১৭ ঘণ্টা পর তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print