অক্টোবর ১৫, ২০২৫ ৭:০৪ পিএম

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

Oplus_16908288
Oplus_16908288

জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-২ এ এই প্রতিবেদন দাখিল করা হয়। পরে শুনানি শেষে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, আন্দোলনকালীন সময়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলাবাহিনী ও ১৪ দলের নেতাদের ছাত্র-জনতার ওপর হামলার উস্কানি দিয়েছিলেন ইনু। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ্য করে বক্তব্য দিয়েছিলেন ১৪ দলের প্রভাবশালী এই নেতা।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার নিজ আসনে অংশ নেন ইনু, যেখানে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print