“হাসি মুখে রক্তদানের অঙ্গীকার, মানবতার জন্য ছোট্ট এক উপহার ” এই শ্লোগানে রাণীনগর অর্গানাইজেশন নামে একটি সামাজিক ও মানবিক প্লাটফর্মের যাত্রা শুরু হয়েছে। চলতি বছর ২৫ জুলাই শুরু করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে প্লাটফর্মের সদস্যরা।
নওগাঁর রাণীনগর উপজেলার ১০জন সদস্য নিয়ে গঠিত রক্তদানের এই প্লাটফর্মের উদ্দেশ্য “রক্ত দিন, জীবন বাঁচান””এক ব্যাগ রক্ত, একটি জীবন”।
মানবতার সেবায় নিবেদিত রানীনগর অর্গানাইজেশন একটি গুরুত্বপূর্ণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। টিমের প্রতিটি সদস্য রাস্তায় নেমে এসেছে স্বেচ্ছায় রক্তদাতা খুঁজতে।
তারা সচেতনতামূলক প্রচারণা চালিয়ে রক্তদানের মানসিকতা তৈরি করে রক্তদানে আগ্রহদের নাম, রক্তের গ্রুপ ও যোগাযোগের তথ্য সংগ্রহ করেছেন।
তারই ধারাবাহিকতায় এখন তাদের প্লাটফর্মের সদস্য ৬০০ জন। শুক্রবার ২৯ আগষ্ট বিকেলে উপজেলা সদরের রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় রক্তদাতা প্ল্যাটফর্ম “রাণীনগর অর্গানাইজেশন” এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে এই সফলতা অর্জন করেছে তারা।
এদিন বিকেল ৩টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাণীনগর অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রাকিবুল হাসান। উদ্বোধনের পর রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় সংগঠনটির পক্ষ থেকে গাছের চারা রোপণ করেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম। এ সময় রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও ডেভলপার আব্দুল্লাহ আল মাহীদ, সহ-প্রতিষ্ঠাতা মুন্না আহমেদ, সমন্বয়কারী সারোয়ার জাহান তৌফিক, কোষাধ্যক্ষ সনি মোল্লা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম, সদস্য সম্রাট, শ্রী শয়োন অধিকারী, সাজু ইসলাম ও সংগঠনটির সকল সদস্যসহ উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। ক্যাম্পেইনে দুই শতাধিকের বেশি ব্যক্তির ব্লাড গ্রুপিং সম্পন্ন করা হয়। এই ক্যাম্পেইনে সহযোগিতা করেছে রাণীনগর বাজারের রবি মোবাইল সার্ভিসিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ডেভলপার আব্দুল্লাহ আল মাহীদ জানান, ২০২৫ সালের ২৫ জুলাই আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ১০ জন্য এই উদ্যোগ গ্রহণ করি। এখন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি এবং ভবিষ্যতে শুধুমাত্র রাণীনগর নয় আমরা পুরো নওগাঁ জেলায় ছড়িয়ে যেতে চাই।
তিনি বলেন, ঘরে বসেই যেন জরুরীভাবে রক্তের ডোনার খুঁজে পান রোগীরা সেজন্য www.raninagar.org নামে একটি ওয়েবসাইট খুলে ডোনার সংগ্রহ করে লিপিবদ্ধ করছে সংগঠনটি। ইতিমধ্যেই রাণীনগর উপজেলাসহ আশেপাশের এলাকার রক্তদাতাদের উৎসাহিত করে ৬ শতাধিক ডোনার লিপিবদ্ধ করা হয়েছে ওয়েবসাইটে, যা চিকিৎসা সেবায় এক অনন্যা মাইলফলক। তিনি আরও বলেন, ওয়েবসাইট থেকে রক্ত গ্রহীতারা নিজের গ্রুপ ম্যাচ করে ডোনারকে খুঁজে নিয়ে কল করতে পারবেন সহজেই। আর মিলবে বিনামূল্যে রক্ত।
ক্যাম্পেইনে প্রধান অতিথির দেয়া বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, রাণীনগর অর্গানাইজেশন নামে নতুন একটি রক্তদাতা প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এটি খুব ভালো একটি উদ্যোগ। তাদের কার্যক্রমগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমি উপদেষ্টা হিসেবে তাদের পরামর্শ দিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এটি আরো বড় পরিসরে সামাজিক উন্নয়নে অংশীদার হতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার কথাও ব্যক্ত করেন তিনি।