ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ

মার্কা দেখার দরকার নাই, যে মানুষটা ভালো তাকে ভোট দিন: সারজিস আলম

Oplus_16908288
Oplus_16908288

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, রাজনৈতিক দল দেখার দরকার নাই। মার্কা দেখার দরকার নাই। যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার তেলের পাম্পের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত । যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।

এনসিপি নেতা সারজিস আলম বলেন, উত্তরঅঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে।

তিনি আরো বলেন, আমরা বলতে চাই লালমনিরহাট জেলা সবচেয়ে সুবিধাবঞ্চিত, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি।

তিনি বলেন, রাস্তাঘাটগুলোর কী অবস্থা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে শুধু বিল্ডিং আছে ডাক্তার নাই তাদের থাকার মত পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করতে হবে।

উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা? সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলব।

এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার ভালো লোককে ভোট প্রয়োগ করবেন।

পথ সভায় উত্তরাঞ্চলে অন্যতম সংগঠক রাসেল মাহমুদ সঞ্চালনায়(এনসিপি)’র জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print