লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম আঙ্গুর বলেন, একটি স্থানীয় অনলাইন ও দুটি ফেক ফেইসবুক হৃদয়ে কালীগঞ্জ এবং মুখ ও মুখোশ পেজে আমিসহ কালীগঞ্জ উপজেলা যুবদলের কয়েকজন নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়ে। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি আরো বলেন কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে। এসময় উপজেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
