ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

বগুড়ায় পুলিশ সুপার কার্যালয়ে ‘মুজিব কর্ণার’ উদ্ধোধন

'মুজিব কর্ণার' স্থাপন করলো বগুড়া পুলিশ
'মুজিব কর্ণার' স্থাপন করলো বগুড়া পুলিশ। ছবি: এনসিএন

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গোটা জাতি বঙ্গবন্ধুর অবদান নানাভাবে প্রকাশ করে থাকে। আর এবার জাতির পিতাকে স্মরণ করতে দৃষ্টিনন্দন ‘মুজিব কর্ণার’ স্থাপনা নির্মাণ করেছে বগুড়া জেলা পুলিশ।

শনিবার (৬ আগস্ট) রাত ৮টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নির্মিত মুজিব কর্নারের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুলিশ ডিআইজি আব্দুল বাতেন।

‘মুজিব কর্ণার’ উদ্বোধন শেষে তিনি বলেন, ‘বগুড়া জেলা পুলিশের উদ্যোগে ছোট পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে। পুলিশে নিয়োজিত সকলেই যেন বঙ্গবন্ধুর মহীয়সী জীবন সম্পর্কে ধারণা পায় সেকারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর সম্পর্কে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও যেন শিক্ষা নেয় সেকথা জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্য শ্রেণী পেশার মানুষ যারা এই কার্যালয়ে সেবা নিতে আসবেন তারা সবাই মুজিব কর্নারের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন। এ ধরণের উদ্যোগ শুধু বগুড়াতেই নয়, বরং রাজশাহী বিভাগের কয়েকটি জেলাতে নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নির্মিত ‘মুজিব কর্ণার’-এ স্থান পেয়েছে ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৬৬’র ছয় দফা, ‘৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা ও বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়া, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা ও ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ছবিসহ ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দুর্লভ ছবিসমগ্র।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) হেলেনা আকতার এবং সদর থানার ওসি সেলিম রেজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এনসিএন/এআইএ/এসএসএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print