বগুড়া: সারিয়াকান্দির যমুনা নদীতে নিঁখোজের দু’দিন পর এসএম মুঘ (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (৯ মে) দুপুর সোয়া ১২টায় সারিয়াকান্দির চরবাটিয়া ডুবচর এলাকা থেকে মুঘের নিহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন।
তিনি বলেন, ‘সারিয়াকান্দির গ্রোয়েনবাঁধ এলাকায় নিখোঁজ স্কুলছাত্র মুঘের নিথর মরদেহ উদ্ধার করেছি। গতকাল থেকে আজ পর্যন্ত দুইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইতোধ্যে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহত মুঘ বগুড়ার জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। সে শহরের বিয়াম মডেল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
এর আগে, গত ৭মে পরিবারের সাথে সারিয়াকান্দির গ্রোয়েনবাঁধে বেড়াতে গিয়েছিলেন মুঘ। সেসময় ১২ জনের একটি দলের সাথে নৌকায় যমুনার মাঝপথে বেড়াতে যায়। পরে গ্রোয়েনবাঁধ সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই শিক্ষার্থী।
এ ঘটনায় অনেক খোঁজাখুঁজির পর মুঘকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল ৩০ ঘন্টা অভিযান শেষে তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মুঘ যে স্থানে নিখোঁজ হয়েছিলো সেখান থেকে ১৫০ গজ দূর থেকে তাকে উদ্ধার করা হয়।
এনসিএন/এসএস/এআইএ
