মে ২১, ২০২৪ ৫:০৪ এএম

যে কারণে পিছিয়ে যেতে পারে এবারের বিপিএল

পিছিয়ে যেতে পারে আসন্ন ২০২৪ সালের বিপিএল শুরুর তারিখ। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ।

রাজনৈতিক ইস্যুতে উত্তপ্ত দেশ। ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ। ইলেকশন কমিশনের পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। ঠিক সে সময়ই অনুষ্ঠিত হবার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যে সূচি গত বছর জুলাইয়ে ঘোষণা করে বিসিবি। ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হবার কথা বিপিএলের ১০ম আসর।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায়, বিপিএল নিয়ে কিছুটা বেকায়দায় আছে বিসিবিও। যার কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নাও শুরু হতে পারে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজভিত্তিক টি-টোয়েন্টি লিগ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল বলেন, বিপিএলের সময় নির্ধারণ করা খুব কঠিন। জাতীয় দলের সূচির বাইরে অন্যান্য লিগের কথা বিবেচনায় রেখে সূচি ঠিক করতে হয়। এবার নির্বাচনের কারণে টুর্নামেন্টটি পেছানো হতে পারে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print