ডিসেম্বর ১, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ণ

রাকসু নির্বাচন গ্রহণযোগ্য করতে : ছাত্রদলের ৫ দফা দাবি 

Oplus_16777216
Oplus_16777216

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে রাবি উপাচার্য এবং রাকসু নির্বাচন কমিশন বরাবর ৫ দফা দাবি জানিয়ে স্মারক লিপি হস্তান্তর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে নেতাকর্মীরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে গিয়ে স্মারক লিপি হস্তান্তর করে।

ছাত্রদলের উল্লেখযোগ্য দাবি গুলো হলো : ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেই রাকসু নির্বাচন করতে হবে,রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে হতে হবে,ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করেই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করতে হবে,আবাসিক হলে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করতে হবে,বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে হবে।

এই সময় রাবি ছাত্রদলের সভাপতি বলেন,জুলাই – আগস্টের পর বর্তমান প্রশাসন যে ম্যান্ডেট নিয়ে বসে ছিলো কিন্তু প্রশাসন সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না। তারা একটা গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গিয়েছে তারা সেই গোষ্ঠীকে প্রাধান্য দিতে গিয়ে অন্য ছাত্রসংগঠন গুলো কে হেয় করছে বিশেষ করে ছাত্রদলের নামে মিথ্যাচার ছড়াচ্ছে। আমরা বলতে চাই রাকসুতে সবার অংশগ্রহণ মূলক নির্বাচনের ব্যবস্হা করতে হবে।বর্তমান প্রশাসন রাকসু নির্বাচন কে শেখ হাসিনার মতো স্বৈরাচারী নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই সবার অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন দরকার আমরা সেই ভাবে কাজ করে যাচ্ছি। এতে যত বাঁধা আসুক আমরা তা প্রতিহত করবো।

এই সময় আরো উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম,সিনিয়র সহ- সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print