আগস্ট ১০, ২০২৫ ৪:১৬ পিএম

রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা সজিব ভূঁইয়া

রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ, হাট ভবন, ভূমি অফিস, স্কুলসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি প্রকল্পের উদ্বোধন করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার সকালে রাজশাহী ও নাটোর একদিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে নাটোরের উদ্দেশ্যে রওনা হন।

সফরসূচি অনুযায়ী তিনি রাজশাহী ও নাটোরে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করবেন। নাটোরে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহণের পাশাপাশি ভার্চুয়ালি আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে।

পরে বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। উদ্বোধন শেষে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই নাটোরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print