ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

দুই বাড়িতে ১৪ লাখ টাকার ক্ষতি

রাণীনগরে অগ্নিকান্ডে মারা গেল তিনটি গরু

Oplus_131072
Oplus_131072

নওগাঁর রাণীনগরে দুইটি বাড়িতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে নগদ টাকাসহ বাড়ি-ঘর ভস্মিভূত হয়েছে। সেই সাথে দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে ও বুধবার দুপুরে পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘরে ও বাড়িতে এ ঘটনা ঘটে। পৃথক অগ্নিকান্ডে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনের ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী।

ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান, গভীর রাতে হঠাৎ করে বাড়িতে আগুন জ্বলতে দেখেন তার মা। এরপর চিৎকার করলে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি বেরে যাওয়ায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা, টিভি, ফ্রিজ, চাল, ডাল, ধানসহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। সাথী আরও জানান, কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রুতা বসত: ধরেও দিতে পারে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার দেলোয়ার হোসেন বলেন, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনে নগদ টাকাসহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে ওই বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print