ডিসেম্বর ১, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

রাণীনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নওগাঁর রাণীনগরে শাহরুখ হোসেন আহাদ (৪০) নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ডিস লাইনের কেবল (তার) কাটাকে কেন্দ্র করে আহাদের উপর এই হামলার ঘটনা ঘটে।

ভূক্তভোগী সাংবাদিক রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ পত্রিকার রাণীনগর-আত্রাই উপজেলা প্রতিনিধি। এবং তিনি উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। এখবর ছড়িয়ে পড়লে উপজেলাসহ জেলাজুড়ে সাংবাদিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

বুধবার ১৩ নভেম্বর সকালে হরিশপুর নিজ বাড়ি থেকে বের হওয়ার পরপর হামলার শিকার হন তিনি। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এদিন দুপুরের দিকে চিকিৎসাধীন আহত সাংবাদিক শাহরুখ হোসেন আহাদকে সরেজমিনে দেখতে যায় এই প্রতিবেদকসহ অন্যান্য সহকর্মীরা।

তিনি জানান, এলাকায় পার্টনারে তার ডিশ-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। গত মঙ্গলবার রাতে কে বা কারা ডিস-ইন্টারনেটের কেবল (তার) কেটে দেয়। এঘটনার প্রতিবাদ করেন তিনি। বুধবার সকাল অনুমান ৭টা নাগাদ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌঁছলে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন হোসেনের (২৬) নেতৃত্বে ৫-৬ জন মিলে আমার উপর হামলা চালায়। হামলাকারীরা কিছু বুঝে ওঠার আগেই আমাকে বেদম মারধর করে দ্রুত পালিয়ে যায়।

আহাদ আরও জানান, স্থানীয় লোকজন আমাকে আহত অবস্থায় দেখে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নিব।

তবে তুহিনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় যারাই জড়িত থাকুক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিক আহাদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় রাণীনগর উপজেলার সাংবাদিক সংগঠনের সভাপতি সম্পাদকসহ অন্যান্য সাংবাদিক এবং নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print