ডিসেম্বর ১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিলে

সভাপতি এছাহক, সম্পাদক মোসারব ও সাংগঠনিক লিটন

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে।

দীর্ঘ ১০ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (২৬ অক্টোবর) উপজেলা বিএনপির আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোটরসাইকেল প্রতীকে ৩১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এছাহক আলী। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী এসএম আল-ফারুক জেমস আনারস প্রতীকে পেয়েছেন ২২০ ভোট। ফুটবল প্রতীক নিয়ে ৩৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসারব হোসেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী

এমদাদুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ৯১ ভোট। এছাড়া গোলাপ ফুল প্রতীকে ৩৫৪ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাউল হক লিটন ও হাতী প্রতীকে ২১০ ভোট পেয়ে ২নং সাংগঠনকি সম্পাদক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন।

এর আগে এদিন সকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। সম্মেলনে বেলা ১১টা থেকে ব্যালট পেপারে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকাল ৩টা পর্যন্ত। এ সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির মোট ৫৬৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩৮জন।

উপজেলা বিএনপির সদস্য মখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে ও সদস্য কাজী রবিউল ইসলাম এবং আব্দুল মজিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য লে: কর্ণেল (অবঃ) আব্দুল লতিফ খান।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপি আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন ও শফিউল আযম রানা, জেলা বিএনপি সদস্য এসকেএম ইকবাল, শ,ম আল কাফি তুহিন, শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।

উল্লেখ্য, সভাপতি পদে এস এম আল ফারুক জেমস ও আলহাজ মো. এছাহক আলী প্রতিদ্ব›দ্বীতা করেন। আর সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন, এস এম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মেজবাউল হক লিটন, কাজী সাহাবুল ইসলাম, সাখোয়াত হোসেন, রুবেন চৌধুরী ও মতিউর রহমান উজ্জ্বল প্রতিদ্ব›দ্বীতা করেন।

সন্ধ্যার দিকে অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক হিসেবে সদ্য নির্বাচিত মেজবাউল হক লিটন বলেন, প্রথমে জিয়ার সৈনিক ভাই ও বোনের প্রতি আমি চির কৃতজ্ঞ, তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তৃনমূল নেতাকর্মীদের কথা শুনতে চাই, তাদের সম্পর্কে জানতে চাই, তৃনমূলকে সাথে নিয়ে দলকে সুসংগঠিত করতে চাই। আগামীর জন্য একটি শক্তিশালী রানীনগর উপজেলা বিএনপি গঠন করতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে আপনাদের গুরুত্ব অপরিসীম। আমার চাওয়া আপনারা পাশে থেকে আমাদের স্বপ্ন পূরণ করতে সর্বাত্মক সহযোগিতা করবেন। তাহলে দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে আমরা উপজেলা বিএনপিকে মানুষের দৌড়গোড়ায় নিয়ে যেতে সক্ষম হবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print