রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (ASM) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে “Antimicrobial Resistance: The Miracles within Miracle Drugs” শীর্ষক একটি আন্তর্জাতিক অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বাংলাদেশ সময় রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ৬টি দেশের প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইনের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ব্রেন্ডা অ্যান উইলসন। তাঁর আলোচনায় উঠে আসে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)-এর বৈশ্বিক পরিস্থিতি, এর বিস্তার, এবং মানবজাতির জন্য এর মারাত্মক হুমকি।
এছাড়াও উপস্থিত ছিলেন ASM রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের অন্যতম উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইমতিয়াজ হাসান।
আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, অ্যান্টিবায়োটিক হলো চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য আবিষ্কার, কিন্তু অযাচিত ব্যবহার ও অপব্যবহারের কারণে বর্তমানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বৈশ্বিক স্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
ড. ব্রেন্ডা অ্যান উইলসন তাঁর বক্তব্যে বলেন— “Antimicrobial Resistance is not only a medical crisis, but also a social and economic challenge that requires collective global action.”
ওয়েবিনারের শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর সেশনে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা স্পিকারের কাছে AMR মোকাবেলায় ব্যবহারযোগ্য কৌশল ও গবেষণার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন, এবং আলোচনার মাধ্যমে বিষয়টি আরও সমৃদ্ধ হয়।
