রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শহীদ হবিবুর রহমান হলে বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত।আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মধ্যে বসবাস করছে। এর ফলে শিক্ষার্থীদের পাঠাভ্যাস, অধ্যয়ন পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহীদ হবিবুর হলকে শিক্ষার্থী-বান্ধব, আধুনিক ও নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ হবিবুর রহমান হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিম্নলিখিত প্রস্তাবনা পেশ করা করেছে শহীদ হবিবুর রহমান হলের প্রোভোস্টের কাছে।
উল্লেখযোগ্য দাবি গুলো হলো : আবাসন সংকট সমাধান; অধিক সংখ্যক শিক্ষার্থীকে আবাসনের আওতায় আনতে হলে পুরোনো কক্ষ সংস্কার ও অব্যবহৃত কক্ষগুলো ব্যবহার উপযোগী করা, রিডিং রুমের আধুনিকায়ন: পর্যাপ্ত চেয়ার সরবরাহ, পরিবেশ পরিবার রাখা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণা,ডাইনিং ও ক্যান্টিনের মানোন্নয়ন: স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ ও ভর্তুকির মাধ্যমে সুলভমূল্যে খাদ্য ব্যবস্থা,যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থা: সাইকেল ও মোটরসাইকেলের জন্য নির্ধারিত স্থান এবং নিরাপত্তা নিশ্চিতকরণ,স্বাস্থ্যবিধি রক্ষাঃ প্রতি সপ্তাহে দুইবার মশা নাশক স্প্রে প্রয়োগ এবং দুই মাস অন্তর পানির ট্যাংক পরিষ্কার,মুক্তমঞ্চ সংস্কার: সাংস্কৃতিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য মুক্তমঞ্চের যথাযথ সংস্কারা, চিডি রুম উন্নয়ন: বিদ্যমান টিভি পরিবর্তন করে ৫৭ ইঞ্চি নতুন টিভি স্থাপন করা, গেমস রুম উন্নয়ন: সময়সীমা বৃদ্ধি এবং ১টি নতুন দাবার কোট ও ১টি নতুন ক্যারাম বোর্ড সরবরাহ।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ হবিবুর রহমান হলের ছাত্রদলের সভাপতি গাজী হাবিবুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন খানসহ হলের নেতাকর্মীরা।
