ডিসেম্বর ১, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ

রাস্তার মাঝখানে গাছের স্তুপ; চলাচলে দুর্ভোগ

Oplus_16777216
Oplus_16777216

নওগাঁর রাণীনগরে সরকারি গাছের একটি ডাল ভেঙে পড়ায় পুরো গাছটি কেটে রাস্তার মাঝখানে স্তুপ করে রাখা হয়েছে। প্রায় দেড় মাস ধরে গাছগুলোর স্তুপ সেখানে থাকায় জনগণের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশে আবাদপুকুর আদমদীঘি রাস্তার উপজেলার বগার বাড়ি নামক স্থানে সেগুলো রাখা হয়েছে। 

এদিকে সংশ্লিষ্টরা বলছেন খুব দ্রুতই নিলামের মাধ্যমে সেগুলো বিক্রির ব্যবস্থা করে সরানো হবে।

অপরদিকে যতোদিন যাচ্ছে গাছের গুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে একসময় মূল্যহীন হয়ে যাবে বলে মন্তব্য স্থানীয়দের।

স্থানীয়রা জানান, গত দেড় মাস আগে একটি পুরাতন বটগাছের ডাল ঝড়ের কারণে রাত সাড়ে ১১ টার দিকে চলাচলরত অটোরিকশার উপর ভেঙে পড়ে। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়। এরমধ্যে একজনের মেরুদন্ডের হাড় ভেঙে গিয়েছিল, বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীব আছেন। এর আগেও ওই গাছের ডাল

একটি দোকানের ওপর ভেঙে পড়ে। গাছটি সরকারি হওয়ায় কেউ আর ভেঙে পড়া ডাল নিয়ে যাওয়ার সাহস পায়নি। খবর দেওয়া হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার ভেঙে পড়ার কারণে পুরো গাছটিই কেটে ফেলার সিদ্ধান্ত নেন। পড়ে গাছটি কেটে সেখানে রাখা হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আজ দেড় মাস থেকে গাছের গুলের স্তুপগুলো রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সেখানে রাখা হয়েছে। আমাদের চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে। আশা করছি তারা যেন দ্রুত গাছের গুলগুলো সরিয়ে নেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বার নিলামে উঠানো হলেও গাছের নির্ধারিত মূল্যে কেউ ডাকেনি। ফলে নিলামে ভেস্তে যায় গাছের ডালগুলোর বিক্রির উদ্যোগ।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান বলেন, আমরা দ্রুত গাছের স্তুপ গুলো সরানোর ব্যবস্থা করছি। এবং বন বিভাগের সাথে আলোচনা করে সেগুলো নিলামে বিক্রির ব্যবস্থা করবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print