বগুড়ার শাজাহানপুরের নিম্নমানের ইট ব্যবহার এবং প্রাক্কলন অনুযায়ী কাজ না করায় রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে প্রাক্কলন অনুযায়ী এক নাম্বার ইট দিয়ে রাস্তা উন্নয়ন কাজ সম্পন্ন করতে প্রকল্প সভাপতিকে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, টি.আর (বিশেষ) বরাদ্দের আওতায় ২ মেট্রিক টন খাদ্য শস্যের বিপরীতে ৯০ হাজার টাকায় চোপিনগর ইউনিয়নের বৃকুষ্টিয়া দক্ষিণ পাড়া গ্রামে একটি মাটির রাস্তায় ইট সোলিং করণ প্রকল্প হাতে নেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ প্রকল্প সভাপতি হিসেবে সমূদয় টাকা এক কিস্তিতে উত্তোলন করেন এবং নিন্মমানের ইট দিয়ে প্রকল্পের কাজ শুরু করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের নির্দেশে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কাজ বন্ধ করে দেন। সেই সাথে এক নম্বর ইট দিয়ে দু’এক দিনের মধ্যেই প্রক্কলন মোতাবেক প্রকল্পের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন।
অনিয়মের সত্যতা পাওয়ায় বৃকুষ্টিয়া গ্রামে রাস্তা উন্নয়ন কাজ বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানিয়েছেন, উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহারের কোন সুযোগ নেই। প্রাক্কলন মোতাবেক কাজ করতে হবে। অন্যথায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এনসিএন/এমআর
