লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ব্যর্থ হলে দেশে সেনা শাসন আসতে পারে বলে মন্তব্য করেছেন জনতার দল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে দলে যোগদান ও কর্মী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠক দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বৈঠক ব্যর্থ হলে দেশের অবস্থা ভয়াবহ হবে এবং সেনা শাসন আসতে পারে। বৈঠক ব্যর্থ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি
ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির তুলনামূলক জনপ্রিয়তা কমে গেছে। দেশের মানুষের উপর জুলুম হচ্ছে আর তারেক রহমান বিদেশে নিরাপদে আছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে পাবে না।
শামীম কামাল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, এবং আগামী নির্বাচন নিয়ে তাঁর মতামত তুলে ধরেন বলেন, আমরা বিপ্লব বিপ্লব বলে চিৎকার করছি। দুর্নীতি অনিয়ম আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। আগে যেখানে ৫০০ টাকা চাঁদা নিতো সেখানে এখন ২০০০ টাকা চাঁদা নেয়। তাহলে কিসের বিপ্লব হলো
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সহজে ফিরে আসার সুযোগ নেই কিন্তু তারা যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই অর্থের একটি অংশ যদি কোন সিন্ডিকেটের মাধ্যমে ব্যবহার করে তাহলে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরতেও পারে। সরকারের সাথে বিএনপির দূরত্ব যত বাড়বে আওয়ামী লীগ ফিরে আসার পথ তত সহজ হবে এবং এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আশা প্রকাশ করেন, বিএনপিরসহ সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করবেন এবং দেশে একটি গ্রহণযোগ্য মূলক নির্বাচন হবে।
এসময় কালীগঞ্জ উপজেলা জনতার দল সভাপতি আমিনুল হক মোহন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান লাল্টু বদিউজ্জামাানসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
