ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

লালমনিরহাটে ঘাতক ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিককের দুটি পা কেটে ফেলা হলো

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে কাছে মিজানুর রহমান মিলন নামের এক সাংবাদিকের পায়ে ওপর দিয়ে ট্রাক চলে গেছে।ঘটনাস্থলেই  দুপা বিচ্ছিন্ন হয়।আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার্ড করেন।

সে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি।

গত ২০ জানুয়ারি দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার সময় রাত ২.১০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিজানুর  রহমান মিলন কালীগঞ্জ উপজেলায় জরুরি একটি কাজে গিয়েছিলেন।ফেরার পথে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরিত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। অপরদিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই  দুপা বিচ্ছিন্ন হয় তার।স্থানীয়রা অটোরিকশা করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যানা।সেখানে নিয়ে গেলে অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে  সেখানে তার দুটি পায়ে কেটে ফেলতে হয় । বর্তমান তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print