ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ

লালমনিরহাটে চাঞ্চল্যকর হাসিনা হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ২জন

লালমনিরহাটে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় মাথা বিচ্ছিন্ন করে হাসিনা বেগম এর চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ, সেইসাথে পলাতকে স্বামী গ্রেফতার করে ডিবি পুলিশ।।

সোমবার (১০ মার্চ) দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, হাসিনাকে তার স্বামী হত্যা করে। আশরাফুলের প্রথম স্ত্রী মেহেরুনকে খুশি করতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা এবং কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পেতে, আসামির রিমান্ড চাওয়া হবে বলেও জানান লালমনিরহাটের পুলিশ সুপার।

গ্রেফতার আশরাফুল ইসলাম (৫৮) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানচালক। আর খুন হওয়া হাসিনা বেগম (৪৩) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আছিমা বেগমের মেয়ে। প্রায় ২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল।

এর আগে গত বুধবার দুপুরে, লালমনিরহাটের ফুলগাছ এলাকার একটি ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ।

পরবর্তীতে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে। অপরদিকে, নিহত হাসিনার সতিন মেহেরুন বেগমের দেয়া তথ্যের উপর ভিত্তি করে, আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্ত এলাকার একটি তামাকখেত থেকে হাসিনার মাথা উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print