ডিসেম্বর ১, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ওই পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দিনভর হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ৫ ছাত্রলীগ নেতা হলেন- হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন মিয়া ও শাকিল চোপড়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print